আশ্বাসের প্রতারণা: জবি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসন-ইউজিসি-সরকারের ব্যর্থতা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৮:৪১ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


আশ্বাসের প্রতারণা: জবি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসন-ইউজিসি-সরকারের ব্যর্থতা
ছবি: প্রতিনিধি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও সরকার। দাবি মেনে নেওয়ার পরও তা বাস্তবায়ন না করায় ক্ষুব্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ পরিকল্পিতভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও সরকার। 


২০২৫ সালের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন ভাতা চালু, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করে। কাকরাইল মোড়ে পুলিশের বাধা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি কতৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। আন্দোলনকারীরা সেই আশ্বাসের ভিত্তিতেই আন্দোলনের কর্মসূচি স্থগিত করেন।


শিক্ষার্থীদের দাবিগুলোর বর্তমান অবস্থাঃ

আবাসনভাতা: বাজেট অনুমোদন প্রক্রিয়া চলমান বলে দাবি করলেও শিক্ষার্থীরা কোনো লিখিত নিশ্চয়তা পাননি।

দ্বিতীয় ক্যাম্পাস: প্রকল্প অনুমোদন হওয়ার পরও কাজ শুরুর কোন দৃশ্যমান প্রক্রিয়া নেই।

পুলিশি হামলার তদন্ত: তদন্ত প্রক্রিয়া সম্পর্কে কোনো অগ্রগতি প্রকাশ করেনি কর্তৃপক্ষ।


আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করছে, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রশাসন, ইউজিসি ও সরকার ঐক্যবদ্ধভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।


এবিষয়ে জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ.কে.এম. রাকিব বলেন, ‘আমলাতান্ত্রিক বিষয়গুলো এরকম যে প্রেশার না দিলে তারা কাজ করবে না। আমাদের প্রশাসনের উচিত ছিলো ইউজিসি-মন্ত্রণালয়ে প্রতিনিয়ত একটা প্রেশার তৈরি করা এবং আমাদের বৃত্তি আদায় করে নেওয়া কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমান প্রশাসনের সেই গাটস্ নেই। তারা দক্ষ প্রশাসক নন বরং একাডেমিক‍্যালি দক্ষ।’


জবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে যে দাবি আদায় করেছে, তা সময়মতো বাস্তবায়ন না করা নিছক প্রশাসনিক জটিলতা নয়, বরং এটা শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা। সরকার ও প্রশাসন যখন লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়নে ব্যর্থ হয়, তখন শিক্ষার্থীদের আস্থার জায়গাটা ভেঙে যায়। এখন প্রশ্ন হলো, কেন আমাদের অধিকার নিয়ে এমন খেলাচ্ছলে বিলম্ব করা হচ্ছে? আমরা মনে করি, এতে শুধু শিক্ষার্থীরা নয়, গোটা বিশ্ববিদ্যালয় পরিবারই ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাবি মেনে নিয়েও সময়মতো বাস্তবায়ন না করলে তা প্রতারণার শামিল, আর শিক্ষার্থীরা প্রতারণা কখনোই মেনে নেবে না। প্রয়োজনে আমরা আবারো রাস্তায় নামতে বাধ্য হবো।’


বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও সরকারের সমন্বিত ব্যর্থতা শিক্ষার্থীদের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট পক্ষের দৃশ্যমান পদক্ষেপ ছাড়া এই ক্ষোভ আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা জবি শিক্ষার্থীদের।


এসডি/