ডাকসু নির্বাচন যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, সবকিছু জানিয়ে দেব: ঢাবি ভিসি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৩ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


ডাকসু নির্বাচন যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, সবকিছু জানিয়ে দেব: ঢাবি ভিসি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন যদি কেউ বা কোনো পক্ষ বাধাগ্রস্ত করতে চায়, তাহলে পরিষ্কারভাবে কে কী করেছে, সবকিছু জানিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।


শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।


আরও পড়ুন: মানবিকতার পাঠেই শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে : গাকৃবি ভিসি


উপাচার্য বলেন, এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলোর আচরণ আশাব্যঞ্জক। তবে ডাকসু নির্বাচন আয়োজন সব দিক থেকেই চ্যালেঞ্জিং। যদি কেউ এই প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করে, তাহলে স্পষ্টভাবে কে কী করেছে, তা প্রকাশ্যে বলা হবে।


তিনি আরও বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সুষ্ঠু পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের নির্দেশনায় সব কার্যক্রম এগোচ্ছে এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে।


আরও পড়ুন: জবি রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত


ঢাবি ভিসি আরও উল্লেখ করেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যে কোনো পরিস্থিতিতে অন্যায়ের প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে সেনাবাহিনীসহ সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


এএস