ডাকসু নির্বাচন: দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২ ছাত্রী
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৩ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

আসন্ন ডাকসু নির্বাচনে দুটি হলে বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই প্রার্থী। তারা হলেন শামসুন নাহার হলের জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থী লামিয়া আক্তার (লিমা) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের স্বতন্ত্র প্রার্থী রেহেনা আক্তার।
নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক তালিকায় দেখা যায়, এই দুটি হলে বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক পদে একটির বেশি মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হচ্ছেন।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, সবকিছু জানিয়ে দেব: ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বতন্ত্র মিলে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে। তবে কোনো সংগঠনই সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি। ১৮টি হলের মধ্যে ছাত্রদল সর্বাধিক ১৪টিতে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে। অন্যদিকে, শিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ প্যানেল ঘোষণা না করলেও বিভিন্ন হলে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন দিচ্ছে।
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ। কেন্দ্রীয় সংসদের ভিপি, জিএস ও এজিএসসহ মোট ২৮টি পদে নির্বাচন হবে। এসব পদে জমা পড়েছিল ৫০৯টি মনোনয়নপত্র। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৪৭টি ত্রুটিপূর্ণ হিসেবে বাতিল হয়েছে।
আরও পড়ুন: মানবিকতার পাঠেই শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে : গাকৃবি ভিসি
ভিপি পদে বৈধ প্রার্থী রয়েছেন ৪৮ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৮ জন। এছাড়া ১২টি সম্পাদকীয় পদে লড়বেন সর্বনিম্ন ৯ থেকে সর্বোচ্চ ১৯ জন প্রার্থী এবং ১৩টি সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২১৫ জন।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী সোমবার (২৫ আগস্ট)। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট থেকে, এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আশ্বাসের প্রতারণা: জবি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসন-ইউজিসি-সরকারের ব্যর্থতা

ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি এবি জুবায়েরের

রাবিতে শুরু হয়েছে বার্ষিক চারুকলা প্রদর্শনী

ডাকসু নির্বাচন যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, সবকিছু জানিয়ে দেব: ঢাবি ভিসি
