মানবিকতার পাঠেই শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে : গাকৃবি ভিসি
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৩ পিএম, ২২শে আগস্ট ২০২৫

সত্যকে আঁকড়ে ধরে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে গাকৃবি হাই স্কুল আয়োজিত অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপাচার্য বলেন, “প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের বিষয়ে যত্নবান হওয়া। নিয়মিত তাদের শিক্ষাজীবনের অগ্রগতি খেয়াল রাখা জরুরি। প্রযুক্তির সহায়তা নিয়ে শিক্ষার্থীরা যেন ভালোকে গ্রহণ ও মন্দকে পরিহার করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে, সেটাই আমাদের প্রত্যাশা।”
আরও পড়ুন: সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল
সভায় সভাপতিত্ব করেন গাকৃবি হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য প্রফেসর ড. মো. আজিজুল হক ও মমরাজ আলম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক দীপক লাল ভৌমিক। এরপর শিক্ষার্থীরা তাদের স্বপ্ন, লক্ষ্য ও অনুভূতি ব্যক্ত করে।
এ সময় শিক্ষকরা শৃঙ্খলা, নিয়মনীতি ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জনের দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে অতিথিরা শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বক্তব্য রাখেন এবং উপস্থিত অভিভাবকদের সুচিন্তিত মতামত আহ্বান করেন উপাচার্য। তিনি অভিভাবকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এসব প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
উপস্থিত সবাই আশা প্রকাশ করেন যে, একদিন গাকৃবি হাই স্কুলও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো দেশসেরা প্রতিষ্ঠানে পরিণত হবে।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

জবি রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডাকসু ভিপি পদে লড়বেন তাহমিনা, লক্ষ্য রাজনীতিমুক্ত ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত, রবিবার থেকে ‘ব্রেক দ্য সাইলেন্স’

ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা
