জবি রোভার স্কাউট গ্রুপের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:১৩ পিএম, ২২শে আগস্ট ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের 'রোভার-ইন- কাউন্সিল (২০২৫-২৬) -এর সহযোগিতায় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে ‘বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য ও জবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. মো রেজাউল করিম পিএইচডি।
আরও পড়ুন: সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. মাহবুব হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, জবি রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন মজুমদার ও সাধারণ সম্পাদক. মো. শাফায়েত জামিল।
এছাড়াও উপস্থিত ছিলেন জবি রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন সদস্যরা ও রোভার স্কাউট গ্রুপের গার্ল-ইন-রোভার ও সকল রোভার সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে জবি রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. মাহবুব হাওলাদার বলেন, ‘বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও জরুরি। আমি বিশ্বাস করি, যদি আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তবে আমাদের দেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।’
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মানবিকতার পাঠেই শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে : গাকৃবি ভিসি

ডাকসু ভিপি পদে লড়বেন তাহমিনা, লক্ষ্য রাজনীতিমুক্ত ক্যাম্পাস

জবি শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত, রবিবার থেকে ‘ব্রেক দ্য সাইলেন্স’

ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা
