ডাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের দাবি এবি জুবায়েরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩০ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট নিশ্চিত করার দাবি তুলেছেন সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী এবি জুবায়ের। রবিবার (২৪ আগস্ট) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
জুবায়ের শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুকে কেন্দ্র করে কয়েকটি প্রস্তাব পেশ করেন।
এর মধ্যে রয়েছে- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দিন হল ও শেখ মুজিব হলের ভোটকেন্দ্র যথাযথ ল্যাবরেটরিতে স্থাপন করা, কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেছা মুজিব হলের ভোটকেন্দ্র সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে স্থানান্তর, মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, ভোট প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট আইডি না দিয়ে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বৈধ আইডি কার্ড ব্যবহারের সুযোগ রাখা।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন: দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২ ছাত্রী
এছাড়া প্রার্থীদের আসল নামের পাশাপাশি প্রচলিত নিকনেম ব্যালটে যুক্ত করা, ব্যালট পেপারে ছবি সংযোজন, নারী প্রার্থীদের সাইবার বুলিং থেকে সুরক্ষা দেওয়া এবং নেতৃত্বে মাদকাসক্ত কেউ যেন নির্বাচিত না হয়, সে জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি জানান তিনি।
এবি জুবায়ের আরও অভিযোগ করেন, অতীতে হামলায় জড়িত কিছু শিক্ষক এখনও দায়িত্বে রয়েছেন। তাদের স্বপদে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে এসব শিক্ষকদের দ্রুত বিচার কার্যক্রমের আওতায় আনার আহ্বান জানান।
আরও পড়ুন: রাবিতে শুরু হয়েছে বার্ষিক চারুকলা প্রদর্শনী
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ এবং কেন্দ্রীয় সদস্য সম্পাদক আব্দুর রহমান আল ফাহাদ উপস্থিত ছিলেন।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আশ্বাসের প্রতারণা: জবি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে প্রশাসন-ইউজিসি-সরকারের ব্যর্থতা

ডাকসু নির্বাচন: দুটি হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২ ছাত্রী

রাবিতে শুরু হয়েছে বার্ষিক চারুকলা প্রদর্শনী

ডাকসু নির্বাচন যদি কেউ বাধাগ্রস্ত করতে চায়, সবকিছু জানিয়ে দেব: ঢাবি ভিসি
