বাঙলা কলেজে টাঙ্গাইলের নতুন সভাপতি-সেক্রেটারি হলেন যারা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩১ পিএম, ২৫শে আগস্ট ২০২৫

রাজধানীর সরকারি বাঙলা কলেজ টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কার্যনির্বাহি কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সম্মানিত শিক্ষক উপদেষ্টা নাহিদা পারভীন, কামরুন নাহার, আমিনুল ইসলাম এবং ছাত্র উপদেষ্টা রাবিন খান, মো.রাজনের স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল-নোমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. শামীম আল-মামুন।
উক্ত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মেহেদী মৃধা, নাঈমুর রহমান, জাহিদুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, এইচ আর হাবিব, মো. মাহমুদুল ইসলাম ও বিপ্লব সিকদার। যুগ্ম সাধারণ সম্পাদকে রয়েছেন শাহরিয়ার শামিম, সাকিব হোসেন, শহিদ হোসেন, রাসেদুল ইসলাম, শরিফুল ইসলাম ও মো. শরিফুল ইসলাম। এছাড়া সাংগঠনিক সম্পাদক তাইফ সরকার, দপ্তর সম্পাদক রাউহা ইসলাম তালহা, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিম, ছাত্রী বিষয়ক সম্পাদক শান্তা ইসলাম এবং বাকিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।
সভাপতি আব্দুল্লাহ আল -নোমান বলেন, ছাত্রদের কল্যাণে কাজ করাই মূলত আমাদের প্রধান লক্ষ ও উদ্দেশ্য। এছাড়াও ছাত্র-ছাত্রীদের মেধা ও মনন বিকাশের লক্ষে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টাংগাইল জেলা হতে আগত সকল শিক্ষার্থীদের একতাবদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য।
সাধারণ সম্পাদক মো. শামীম আল-মামুন বলেন, টাংগাইল জেলা হতে আগত সকল ছাত্র-ছাত্রীদের মানবিক ও সেবামূলক কার্যক্রমে উদ্ভুদ্ধ ও ঐক্যবদ্ধ করতে আমরা বদ্ধপরিকর। এছাড়াও শিক্ষার মান উন্নয়ন ও সহায়ক সুযোগ সুবিধা বৃদ্ধিতে টাংগাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের হয়ে ভূমিকা রাখতে চাই। শিক্ষার্থীদের মাঝে সামাজিক ও মানবিক মূল্যবোধ বিকাশে আমরা সবাই একত্রে কাজ করবো ইনশাআল্লাহ।
এসডি/