খাঁটি নাকি ভেজাল? মধু কেনার আগে জেনে নিন এই বিষয়গুলো!


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:১৩ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


খাঁটি নাকি ভেজাল? মধু কেনার আগে জেনে নিন এই বিষয়গুলো!
ছবি: সংগৃৃহীত

মধুর একাধিক প্রাকৃৃতিক গুণাগুণ রয়েছে। চিনি প্রক্রিয়াজাত বলে, পুষ্টিবিদরা নিয়মিত মধু সেবনের পরামর্শ দিয়ে থাকেন। মধু সর্দি-কাশি থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি দেহের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু বাজার জুড়ে বিভিন্ন ধরনের মধুর সয়লব। কোনোটি খাঁটি, কোনোটি প্রক্রিয়াজাত। আবার এর মধ্যে ভেজাল মধুও রয়েছে। কোনোটি উপকারী? নকল মধু চেনার উপায়ই বা কী?


চাকভাঙা মধু


এ ধরনের মধুর মধ্যে পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই মধুর মধ্যে জীবাণু থাকতে পারে। তাই পরিশুদ্ধ না হলে এই মধু থেকে দেহে কোনো সংক্রমণ হতে পারে।


আরও পড়ুন: রোদ যতই তীব্র হোক, ত্বক থাকবে সুরক্ষিত!


প্রক্রিয়াজাত মধু


এই ধরনের মধুকে প্রথমে জীবাণুমুক্ত করা হয়। তারপর উচ্চ তাপমাত্রায় তা প্রক্রিয়াজাত করা হয়। এর ফলে অনেক সময়ে মধুর গুণ নষ্ট হতে পারে। উল্লেখ্য, বাজারের বেশির ভাগ মধুই এই ধরনের।


কীভাবে চেনা যায়


১. খাঁটি মধু পাতলা হতে পারে। অন্যদিকে, প্রক্রিয়াজাত মধু কিছুটা ঘন হতে পারে।

২. খাঁটি মধুর স্বাদ খুব একটা মিষ্টি হয় না। অন্যদিকে, প্রক্রিয়াজাত মধুতে অনেক সময়েই বিভিন্ন কৃত্রিম পদার্থ মিশিয়ে তার মিষ্টত্ব তৈরি করা হয়।


আরও পড়ুন: রাতের খাবারের পর হাঁটার ৬ উপকারিতা জানলে অবাক হবেন!


৩. খাঁটি মধু সময়ের সঙ্গে জমাট বেঁধে যেতে পারে। কিন্তু প্রক্রিয়াজাত মধু নির্দিষ্ট সময়ের আগে জমাট বাঁধে না। নষ্টও হয় না।


এমএল/