রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে মুত্তাকি মানুষের হাতে: ধর্ম উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৯ পিএম, ২৫শে আগস্ট ২০২৫


রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে মুত্তাকি মানুষের হাতে: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃৃহীত

সীরাতে রাসূলের (স.) আলোকে আমাদের এ সমাজকে গড়তে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আগামীতে নেককার মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে। বিগত ৫৪ বছর যাবৎ এ দেশের সম্পদ লুটপাট হয়েছে। যারা সম্পদ লুট করেছে তারা কখনো দেশ প্রেমিক নয়। যারা পালিয়েছে তারা কখনো দেশ প্রেমিক নয়। দ্বীনের স্বার্থে বাংলাদেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানান তিনি। 


সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম আন্দরকিল্লা শাহি জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে আয়োজিত মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।


ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যুগ যুগ ধরে এ দেশে ভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করে আসছেন। দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে। ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। এ দেশের ইসলামিক দলগুলো সব সময় দেশের কল্যাণ, জনগণের মঙ্গল ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। 


আরও পড়ুন: দেশের ৪টি এলাকা পানি সংকটাপন্ন চিহ্নিত 


তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য অটুট রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি। ভিন্ন মত ও মতাদর্শ থাকা সত্ত্বেও ইসলামিক দলগুলোকে বৃহত্তর স্বার্থে একত্রিত হতে হবে। জনগণের ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন ও দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে সম্মিলিত ভূমিকা প্রয়োজন।


জাতির স্বার্থে, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এবং আগামী প্রজন্মের কল্যাণে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী হবে।


এ সময় তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদকে নতুন মডেলের আধুনিক স্থাপত্যশৈলীতে পুনর্র্নিমাণের পরিকল্পনার কথা জানান।  


আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর


তিনি বলেন, মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এবং মসজিদের আদি ঐতিহ্য সংরক্ষণ করেই এ কাজ করা হবে।


আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানি।


এমএল