সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি করছে ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫২ এএম, ২৬শে আগস্ট ২০২৫

ঢাকা অঞ্চলের খসড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ অঞ্চলের মোট ২৮টি আসন ঘিরে তিন শতাধিক আবেদন জমা পড়েছে। এর মধ্যে একই ধরনের অনেক আবেদন থাকায় পক্ষভুক্তদের পক্ষে একজন করে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ শুনানি শুরু হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। এ সময় আবেদনকারী ও তাদের কৌঁসুলীরা নির্ধারিত স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তি তুলে ধরেন।
আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ-১, ২, ৩; গাজীপুর-১, ২, ৬; নরসিংদী-৩, ৪, ৫ এবং নারায়ণগঞ্জ-৩, ৪, ৫ আসনের শুনানি হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি চলবে।
আগামীকাল (২৭ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তির শুনানি হবে। সকাল সেশনে পঞ্চগড়-১, ২; রংপুর-১; কুড়িগ্রাম-৪; সিরাজগঞ্জ-২, ৫, ৬; পাবনা-১ এবং বিকেলে টাঙ্গাইল-৬; জামালপুর-২; কিশোরগঞ্জ-১; সিলেট-১; ফরিদপুর-১, ৪; মাদারীপুর-২, ৩ ও শরীয়তপুর-২, ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে ঢাকায় ‘মার্চ ফর আরাকান’
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের খসড়া সীমানা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে বাগেরহাটের আসন চার থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। অপরদিকে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টির প্রস্তাব রাখা হয়।
১০ আগস্ট পর্যন্ত ৮৩টি সংসদীয় আসনের সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে। সব শুনানি শেষে ২৭ আগস্ট দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরিবর্তন করে রাখা হচ্ছে বাংলাদেশ জেলের নাম

পিলখানায় শুরু হয়েছে বিজিবি-বিএসএফ সম্মেলন

ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার সময়: পররাষ্ট্র উপদেষ্টা
