ট্রাম্পের ৫০% শুল্কে দিশেহারা ভারতীয় ব্যবসায়ীরা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৫৫ পিএম, ২৬শে আগস্ট ২০২৫


ট্রাম্পের ৫০% শুল্কে দিশেহারা ভারতীয় ব্যবসায়ীরা
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭ আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ভারতের রপ্তানি পণ্যের ওপর। এতে ভারতের টেক্সটাইল, চিংড়ি, হীরা ও গয়না খাতের ব্যবসায়ীরা বড় ধাক্কায় পড়েছেন।


তামিলনাডুর তিরুপ্পুরের পোশাক কারখানাগুলোতে উৎপাদন প্রায় থেমে গেছে। শিল্পকারখানার মালিকরা অর্ডার বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রসারণ স্থগিত করেছেন এবং শ্রমিকদের বেতন দেওয়ার চিন্তায় রয়েছেন। বিশেষ করে বড়দিন ও উৎসব মৌসুমকে কেন্দ্র করে রপ্তানি মূল বিক্রির সময় হওয়ায় ক্ষতি বেশি।


যুক্তরাষ্ট্রে ১০ ডলারের ভারতীয় শার্ট এখন বিক্রি হবে ১৬.৪ ডলারে, যা চীন, বাংলাদেশ ও ভিয়েতনামের তুলনায় অনেক বেশি। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, শুল্কের এই মাত্রা ভারতীয় রপ্তানিকে প্রায় নিষেধাজ্ঞার সমতুল্য করেছে।


চিংড়ি রপ্তানিও মারাত্মক ক্ষতির মুখে। নতুন শুল্কের কারণে দাম কমে গেছে এবং উৎপাদন হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পাঁচ লাখ সরাসরি ও ২৫ লাখ পরোক্ষ কর্মীর জীবিকা হুমকির মধ্যে পড়তে পারে।


ভারত সরকার কাঁচামালের আমদানি শুল্ক প্রত্যাহারসহ কিছু পদক্ষেপ নিয়েছে এবং বিকল্প বাজার খুঁজতে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য আলোচনাও জোরদার করা হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, পদক্ষেপগুলো অনেক দেরিতে এসেছে।


বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, ভারতকে আত্মনির্ভরতা বাড়াতে হবে, বাজার বৈচিত্র্য করতে হবে এবং নতুন সুযোগ খুঁজতে হবে। ব্যবসায়ীদের জন্য সময় এখন অত্যন্ত চ্যালেঞ্জিং।


আরএক্স/