পাঠ্যপুস্তক ক্রয়ের সময়সীমা কমানোর প্রস্তাবে অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

২০২৬ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের লক্ষ্যে ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: ২০০১ সালের আসন ফেরতের দাবি জানিয়েছে কয়েক জেলার বাসিন্দারা
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উদ্যোগে প্রস্তাবটি উত্থাপন করা হয়।
এতে বলা হয়, আগামী বছরের বিনামূল্যের বই বিতরণ কার্যক্রম নির্বিঘ্ন করতে দরপত্র আহ্বান, মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি। এজন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি ৮৩ (১) (ক) ধারার আওতায় প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
আরও পড়ুন: জুলাই শহীদ পরিবারের অনুদান ও ভাতা বণ্টনে সরকারের নতুন নীতিমালা
সভায় আলোচনার পর প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যেভাবে বাতিল করা যাবে টিআইএন সার্টিফিকেট

২০০১ সালের আসন ফেরতের দাবি জানিয়েছে কয়েক জেলার বাসিন্দারা

জুলাই শহীদ পরিবারের অনুদান ও ভাতা বণ্টনে সরকারের নতুন নীতিমালা

অটোমেশন চালু না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভ্যাট নিরীক্ষা: এনবিআর চেয়ারম্যান
