জুলাই শহীদ পরিবারের অনুদান ও ভাতা বণ্টনে সরকারের নতুন নীতিমালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩২ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা বণ্টনের ক্ষেত্রে নতুন নীতিমালা ঘোষণা করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বিধিমালা অনুযায়ী, শহীদের স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মা এই তিন শ্রেণির মধ্যে সমানভাবে সহায়তা ভাগ হবে।
সরকারি সহায়তার অর্থ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় নতুন বিধি প্রণয়ন করা হয়েছে। এর আগে ধর্মীয় উত্তরাধিকার আইন অনুসারে অর্থ বণ্টনের চেষ্টা হলেও অনেকেই তা মানতে রাজি ছিলেন না। ফলে বিভেদ নিরসনে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা-২০২৫’ জারি করা হয়েছে।
আরও পড়ুন: অটোমেশন চালু না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভ্যাট নিরীক্ষা: এনবিআর চেয়ারম্যান
বিধিমালায় বলা হয়েছে, শহীদের স্বামী বা স্ত্রী এক-তৃতীয়াংশ, সন্তানরা এক-তৃতীয়াংশ এবং বাবা-মা এক-তৃতীয়াংশ অর্থ পাবেন। একাধিক স্ত্রী বা সন্তান থাকলে তাদের মধ্যে সমানভাবে ভাগ হবে। বাবা-মায়ের ক্ষেত্রে জীবিত ব্যক্তি উভয়ের অংশই পাবেন। আবার যদি স্বামী/স্ত্রী বা সন্তান না থাকে তবে অবশিষ্ট অংশ অন্য শ্রেণির সদস্যদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে।
সরকার ইতোমধ্যে শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে গত অর্থবছরে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে, চলতি অর্থবছরে বাকি ২০ লাখ দেওয়া হবে। পাশাপাশি জুলাই থেকে শহীদ পরিবার মাসিক ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। এ পর্যন্ত ৮৪৪ জন শহীদের গেজেট প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: খাল ও ভূমি দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিধিমালায় আরও বলা হয়েছে, ভাতাপ্রাপ্ত সদস্য মারা গেলে বা স্বামী-স্ত্রী অন্যত্র বিবাহ করলে তাদের ভাতার অংশ বন্ধ হয়ে যাবে। একইভাবে আহত জুলাই যোদ্ধা মারা গেলে অনুদান তিন ভাগে ভাগ হবে এবং তার মাসিক ভাতাও বন্ধ হবে। তবে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকে ‘শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।
শহীদ পরিবার ও যোদ্ধাদের পুনর্বাসনে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তিনটি কমিটি কাজ করবে। প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা রাখার কথাও বিধিমালায় উল্লেখ করা হয়েছে। বিরোধ মীমাংসার জন্য সালিশ বোর্ড ও আপিলের বিধানও রাখা হয়েছে।
এএস