খাল ও ভূমি দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫০ পিএম, ২৬শে আগস্ট ২০২৫

ভূমি ও খাল দখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, ভূমিদস্যুরা দেশ ও সমাজের শত্রু, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় শুভাঢ্যা খাল খনন ও সুরক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্র দপ্তরে আইনগত ব্যবস্থা চেয়ে চিঠি দিয়েছে কনস্যুলেট
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একসময় খালটি সচল ছিল এবং বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী নদী পর্যন্ত পানিপ্রবাহ চলত। কিন্তু দখল ও দূষণের কারণে খালটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছিল। ভূমিদস্যুরা এটিকে রাস্তায় পরিণত করারও চেষ্টা করেছে।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ এমন দখল বা দূষণ করলে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন: ইসির সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে গাজীপুরের বিএনপি নেতারা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ ও পরিবেশ-জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রীনাত ফৌজিয়া।
এএস