Logo

ইসির সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে গাজীপুরের বিএনপি নেতারা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ০১:৫৬
40Shares
ইসির সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে গাজীপুরের বিএনপি নেতারা
ছবি: সংগৃহীত

গাজীপুরে একটি নতুন সংসদীয় আসন যুক্ত করায় নির্বাচন কমিশনের (ইসি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় বিএনপি নেতারা।

বিজ্ঞাপন

গাজীপুরে একটি নতুন সংসদীয় আসন যুক্ত করায় নির্বাচন কমিশনের (ইসি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় বিএনপি নেতারা। তারা আশ্বাস দিয়েছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ঢাকা অঞ্চলের শুনানিতে অংশ নেন গাজীপুরের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুনানিতে উপস্থিত বিএনপি নেতা এ কে এম ফজলুল হক মিলন বলেন, “গাজীপুরে আসন বাড়ানো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। বর্তমান কমিশন সততা ও নিষ্ঠায় অতীতের যেকোনো সময়ের চেয়ে এগিয়ে।”

তিনি আরও যোগ করেন, “আপনারা যে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, গাজীপুরবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আমরা ইসির পাশে থেকে সহযোগিতা করব।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, একই শুনানিতে বাগেরহাটের প্রতিনিধিরা আসন সংখ্যা কমানোয় ক্ষোভ প্রকাশ করেন। খসড়া প্রস্তাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব থাকায় তারা অসন্তোষ জানান।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। ইসি সচিব আখতার আহমেদ শুনানির সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ৩০ জুলাই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। প্রস্তাব অনুযায়ী গাজীপুরে আসন সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়, আর বাগেরহাটে চার থেকে কমিয়ে তিনটি করা হয়।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, “আমাদের কয়েকজন নেতা কিছু ওয়ার্ড ও থানা সংযোজনের দাবি তুললেও মূলত সবাই ইসির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। আসন বাড়ানোয় আমরা কৃতজ্ঞ।”

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD