Logo

অটোমেশন চালু না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভ্যাট নিরীক্ষা: এনবিআর চেয়ারম্যান

profile picture
জনবাণী ডেস্ক
২৭ আগস্ট, ২০২৫, ০২:৫১
63Shares
অটোমেশন চালু না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে ভ্যাট নিরীক্ষা: এনবিআর চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

স্বয়ংক্রিয় পদ্ধতি (অটোমেশন) কার্যকর না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

বিজ্ঞাপন

স্বয়ংক্রিয় পদ্ধতি (অটোমেশন) কার্যকর না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি স্পষ্ট করে বলেন, ব্যবসায়ীদের অযথা হয়রানি করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং একটি স্বচ্ছ ও আধুনিক প্রক্রিয়া চালুর প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত কর ও ভ্যাট সংস্কারবিষয়ক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংলাপটি পরিচালনা করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যান বলেন, একক ভ্যাট হার প্রবর্তনের উদ্যোগ নেওয়া হলেও এতে বাধা দিচ্ছেন ব্যবসায়ীরাই। এখন আর ভ্যাট দেওয়ার জন্য কারও কাছে যেতে হয় না, এক ক্লিকেই নিজস্ব সিস্টেম থেকে ভ্যাট পরিশোধ করা সম্ভব।

তিনি আরও বলেন, বিনিয়োগ আকর্ষণের জন্য দেশি-বিদেশি কোম্পানিকে করছাড় দেওয়া হলেও প্রায়ই দেখা যায়, নির্ধারিত সময়সীমার বাইরে গিয়ে বছরের পর বছর এ সুবিধা ভোগ করা হয়। এতে রাজস্ব ঘাটতি তৈরি হয়। বিদেশি ঋণের বোঝা বেড়ে যাওয়ায় নিজস্ব রাজস্ব বাড়ানো এখন জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাজস্ব খাত সংস্কারের বিষয়ে তিনি বলেন, নীতি-সংক্রান্ত কাজে ৯০ শতাংশ সময় ব্যয় হয়ে যায়, ফলে রাজস্ব আদায়ে মনোযোগ দেওয়ার সুযোগ কমে যায়। এজন্য রাজস্ব খাতকে দুটি ভাগে বিভক্ত করে আলাদা দায়িত্ব বণ্টনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ন্যূনতম করহার বিধানকে ‘কালাকানুন’ আখ্যা দিয়ে তিনি জানান, ভবিষ্যতে এটি বাতিল করা হবে। তবে এখনই তা সম্ভব নয়, কারণ এতে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দেবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংলাপে ব্যবসায়ী সংগঠনের নেতা, উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD