জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন, প্রকাশ হবে যেদিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ পিএম, ২৭শে আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। প্রথমে সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা হবে, এরপর রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি
এদিকে সংসদীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তির শুনানির শেষ দিনের কার্যক্রম বুধবার ইসিতে সম্পন্ন হয়। শুনানিতে পাবনা-১ আসন গঠন নিয়ে ভিন্ন ভিন্ন প্রস্তাব আসে। জামায়াত সমর্থিত অংশ সাঁথিয়াকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানায়, অন্যদিকে নাজিবুর রহমান মোমেন বেড়া ও সুজানগর উপজেলাকে নিয়ে নতুন আসনের প্রস্তাব দেন। তবে ইসির প্রকাশিত খসড়া অনুযায়ী, সাঁথিয়া ও বেড়ার একটি অংশ অন্তর্ভুক্ত করার প্রস্তাবকে বিএনপি নেতারা সমর্থন জানিয়েছেন।
একই দিনে সিরাজগঞ্জ-২ ও সিরাজগঞ্জ-৬ আসনের বাসিন্দারা ২০০১ সালের মতো পূর্বের সীমানা পুনর্বহালের দাবি জানান। কুড়িগ্রাম-৪ আসনের স্থানীয়রাও ২০১৪ সালের ভিত্তিতে চিলমারী উপজেলার কয়েকটি ইউনিয়ন কুড়িগ্রাম-৩ আসনের সঙ্গে যুক্ত করার আবেদন করেন।
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার ন্যায়বিচার নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করল ওআইসি
দাবি-আপত্তি নিষ্পত্তির পর নির্বাচন কমিশন চূড়ান্ত সীমানা প্রকাশ করবে। এর আগে গত ৩০ জুলাই খসড়া সীমানা প্রকাশ করা হয়।
এএস