কালো পোশাকেই বেশি গরম লাগে, জানেন কেন?


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:১৬ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


কালো পোশাকেই বেশি গরম লাগে, জানেন কেন?
সংগৃহীত ছবি।

স্টাইলিশ আর স্মার্ট লুক পেতে অনেকেই বেছে নেন কালো পোশাক। ফ্যাশন দুনিয়ায় কালো একটি কালজয়ী রঙ। একদিকে এই রঙ যেমন ব্যক্তিত্বকে গাঢ়ভাবে প্রকাশ করে, অন্যদিকে একইসঙ্গে শোক ও শক্তির প্রতীক হিসেবেও দেখা যায় কালোকে।


আরও পড়ুন: দার্জিলিং ভ্রমণ, যে ৭ স্থানে যেতে মোটেও মিস করা যাবে না


তবে গরমের দিনে কালো পোশাক পরা মানেই বাড়তি অস্বস্তি। কেননা কালো রঙ সূর্যের আলো থেকে আসা সব রঙের তরণ শোষণ করে নেয়, ফলে সবচেয়ে বেশি তাপ ধরে রাখে। এর ফলে শরীরের চারপাশের তাপমাত্রা বেড়ে যায় এবং সহজেই ঘাম হতে শুরু করে। তাই তীব্র গরমে কালো পোশাক না পরাই ভালো।


যেহেতু গরম আবহাওয়া, তাই আরামের জন্য হালকা রঙের কামিজ, কুর্তি কিংবা ফতুয়া পরতে পারেন। কারণ আধুনিক কাটছাঁটে আর আরামদায়ক কাপড় পোশাকগুলো ভিন্নমাত্রা এনে দেয়। আর ঢিলেঢালা ফুলহাতা ডিজাইনের পোশাকগুলো আধুনিকতার ছোঁয়া এনে দেয়।


তবে আপনি সাদা অথবা ছাই কালারের হালকা রঙের পোশাকও পরতে পারেন। এতে আপনার চোখকে একরকম প্রশান্তি এনে দেবে। আবার হালকা গোলাপি পোশাকও আপনাকে আরাম দেবে। আর বিশ্ব ফ্যাশনে হালকা রঙের প্যালেট থেকে বেছে নিতে পারেন বাটার ইয়েলো,আইসি ব্লু, চেরি রেড, সোনালি, রুপালি মতো রঙগুলোকেও।


আর গরম আবহাওয়ায় সবচেয়ে মজাদার পোশাক সুতি কাপর। এর কারণ সুতি কাপরের ভিতরে অতি সহজেই বাতাস ধুকতে পারে। আবার সুতি পোশাকে ঘাম শোষণক্ষমতাও অনেক বেশি থাকে। সুতির পরই গরমে আরামদায়ক কাপড় হলো নরম লিনেন। লিনেন কাপর আপনার শরীরে থাকলে আপনি বুঝতেই পারবেন না আপনার শরীরে কাপর আছে কি নেই।


আরও একটা বেছে নিতে পারেন খাদি, ভিসকস, ধুপিয়ান, শিফন, সিল্কের পোশাক। এসব কাপড়ে সূক্ষ্ম এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট কিংবা জ্যামিতিক প্যাটার্নের ছোঁয়ায় তৈরি হয়। আর এই কাপড়ের পোশাকে নান্দনিকভাব ফুটিয়ে তোলে, যা অফিস কিংবা বাইরে যে কোনো পরিবেশে সহজেই মানিয়ে নেওয়া যায়।



তবে আপনার সবসময় একটা জিনিজ মনে রাখতে হবে। আর সেটা হলো রঙের সঙ্গে মানানসই পোশাক। কারণ সব রঙের জিনিসের তাপ ধারণক্ষমতা এক রকম নয়। কালো রঙের পোশাকই সবচেয়ে বেশি তাপ ধারণ বা তাপ শোষণ করতে পারে। তাই কালো রং গরমের জন্য উপযুক্ত নয়। শুধু কালো রংই নয়, অন্যান্য গাঢ় রঙের পোশাকও গরম বাড়িয়ে দিতে পারে। আর গাঢ় রংও তাপ শোষণ ক্ষমতা বেশি। তাই গরমের স্টাইল মানে খুব জমকালো কোনো পোশাক নয়, আরামদায়ক হালকা ও সাদামাটা হওয়া উচিত। এতে আপনাকে দেখতে ভালো লাগবে।


আরও পড়ুন: যেসব খাবার পাইলসের রোগীদের জন্য ক্ষতিকর


সবশেষে বলা যায়, কালো পোশাক নিঃসন্দেহে ফ্যাশনের একটি জনপ্রিয় আইটেম, কিন্তু গরমে তা পরা মানেই অস্বস্তি ডেকে আনা। তাই স্টাইল ধরে রেখেও আরামের কথা ভেবে পোশাক নির্বাচন করাই হবে বুদ্ধিমানের কাজ।


এসডি/