ডাকসু নির্বাচন: ছাত্রদল প্যানেলের ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৮ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ক্যাম্পাসের বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত আকারে ইশতেহার পাঠ করেন।
ইশতেহারের মূল অঙ্গীকারগুলোতে প্রাধান্য পেয়েছে শিক্ষা, গবেষণা, নিরাপদ ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা। নারী শিক্ষার্থীদের সুরক্ষা, স্বাস্থ্য সুবিধা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুরি হওয়া ফোনে ছাত্রদল নেতার ফেসবুকে অস্বাভাবিক পোস্ট
এছাড়া কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গবেষণার মানোন্নয়ন, ব্যাটারিচালিত শাটল সার্ভিস চালু করে সহজ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ও ইশতেহারে অন্তর্ভুক্ত।
আরও বলা হয়েছে, হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ, ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থান, তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ, ডিজিটাল সুবিধা, সাইবার নিরাপত্তা এবং সাইবার বুলিং প্রতিরোধ নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: পিছিয়ে গেল রাকসু নির্বাচন, নির্ধারণ করা হয়েছে নতুন তারিখ
পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি একটি কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বাড়ানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
এএস