চাকসু নির্বাচনের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

চাকসুর সবশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর দুয়েকবার আলোচনা উঠলেও ভোটের আয়োজন আর হয়নি।
দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আয়োজনে জন্য ১২ অক্টোবর ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ তফসিল ঘোষণা করেন।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১৮ সেপ্টেম্বর। এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
এরপর ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৭০ সালে প্রথম চাকসু নির্বাচন হয়। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোট হয়েছে এখন পর্যন্ত মাত্র ছয়বার।
এসএ/