অভয়নগরে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩২ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

যশোরের অভয়নগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি’র যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৮আগষ্ট) বিকাল ৫ টায় নওয়াপাড়া ইনিস্টিটিউটে অভয়নগর উপজেলা, পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপি’র সভাপতি আবু নঈম মোড়ল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সিঃ সহ- সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপি’র সভাপতি ফারাজী মতিয়ার রহমান, অভয়নগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা।
এছাড়াও বিএনপি’র ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এসডি/