বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরল ১৭ কিশোর-কিশোরী


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৭ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরল ১৭ কিশোর-কিশোরী
ছবি: প্রতিনিধি

ভারতের পাচারের শিকার ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল সীমান্তে দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।


বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে এদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়। 


এ সময় সেখানে কলকতায় নিয়োজিত বাংলাদেশ দুতাবাস, উপজেলা সমাজ সেবা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুনপূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক


ফেরত আসা ১৭ জনের মধ্যে ৭ জন কিশোর, ১০ জন কিশোরী রয়েছে। এদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, কিশোরগঞ্জ নড়াইল, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায়।


আইনি সহায়তা দিতে এদের সীমান্ত থেকে গ্রহণ করবেন, জাস্টিস অ্যান্ড কেয়ার, জাতীয়  মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর সংস্থা, ৩টি এনজিও সংস্থা। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল।


এসএ/