অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে আ.লীগ নেতা রফিকুল আটক


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৫ পিএম, ২৭শে আগস্ট ২০২৫


অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে আ.লীগ নেতা রফিকুল আটক
আটক

যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল মজুমদারকে (৪৫) আটক করা হয়েছে।


বুধবার (২৭ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 


আরও পড়ুনপূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক


আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা রফিকুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ নাশকতা মামলা রয়েছে। সে উপজেলার ধোপাদী গ্রামের মমিন মজুমদারের ছেলে। 


এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, রফিকুল মজুমদার নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে, তাকে বিচারের নিমিত্তে আদালতে প্রেরণ করা হয়েছে।


এসএ/