ম্যাড স্টারসে গ্র্যান্ড প্রিক্স জিতলো স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৪২ পিএম, ৩০শে আগস্ট ২০২৫


ম্যাড স্টারসে গ্র্যান্ড প্রিক্স জিতলো স্বপ্নধরার ‘প্লট ফার্মিং’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে স্বপ্নধরা আবাসন প্রকল্প। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ম্যাড স্টারস অ্যাওয়ার্ডস ২০২৫-এ স্বপ্নধরার উদ্ভাবনী উদ্যোগ ‘প্লট ফার্মিং’ সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড প্রিক্স অর্জন করেছে।


ম্যাড স্টারসে এবার ৬৩টি দেশ থেকে জমা পড়েছিল ২০ হাজারেরও বেশি প্রকল্প। এর মধ্যে বাংলাদেশের স্বপ্নধরার এই উদ্যোগ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি)-এর সাস্টেইনেবল সিটিজ এবং নো পোভার্টি ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স ও গোল্ড পুরস্কার জিতে নেয়।


আরও পড়ুন: জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ


‘প্লট ফার্মিং’ প্রকল্পের মাধ্যমে অব্যবহৃত হাউজিং প্লটকে আবাদি জমিতে রূপান্তরিত করা হয়েছে। এতে একদিকে ভূমিহীন কৃষকরা পেয়েছেন চাষের সুযোগ, অন্যদিকে জমির মালিকরা পাচ্ছেন বাড়তি আয়। একইসঙ্গে শহরের মানুষও তাদের আশপাশেই উৎপাদিত তাজা শাকসবজি উপভোগ করতে পারছেন।


শতাব্দীপ্রাচীন ‘বর্গাচাষ’ প্রথাকে আধুনিক রূপ দিয়ে রিয়েল এস্টেট ও কৃষির মধ্যে সমন্বয় ঘটিয়েছে এই উদ্যোগ। স্বপ্নধরার প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করেছে বাংলাদেশের বিজ্ঞাপন সংস্থা পপ ফাইভ।


আরও পড়ুন: বেসরকারি খাতে হস্তান্তর হচ্ছে নগদ: গভর্নর


এই অর্জন শুধু স্বপ্নধরা বা পপ ফাইভ-এর নয়, বরং বাংলাদেশের রিয়েল এস্টেট ও বিজ্ঞাপন শিল্পের জন্য এক বড় সম্মান।


এএস