Logo

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: মোদি

profile picture
জনবাণী ডেস্ক
১ সেপ্টেম্বর, ২০২৫, ২৪:১১
96Shares
চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: মোদি
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: মোদি

বিজ্ঞাপন

সাত বছর পর চীন সফরে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

রবিবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বার্তা দিয়েছেন দুই নেতা। মোদি বলেন, “আমরা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২০ সালে হিমালয় সীমান্তে সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক থমকে যায়। তবে সাম্প্রতিক সমঝোতার ফলে অচলাবস্থা কাটতে শুরু করেছে। মোদি বৈঠকে আরও জানান, বন্ধ থাকা ভারত-চীন সরাসরি ফ্লাইট শিগগির চালু হবে।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের শুল্ক আরোপের পর পশ্চিমা চাপ মোকাবিলায় বিকল্প অবস্থান খুঁজছে নয়াদিল্লি ও বেইজিং। এরই মধ্যে চীন ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতের বৌদ্ধ তীর্থস্থানে প্রবেশাধিকার দিয়েছে এবং উভয় দেশ পর্যটক ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি মাসে ভারতে সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিরল খনিজ ও সার রপ্তানিতে নিয়ন্ত্রণ শিথিলের ঘোষণা দেন। গবেষকরা বলছেন, ভারত ও চীন সম্পর্কের নতুন ভারসাম্য খুঁজে বের করার পথে রয়েছে, যা দীর্ঘ ও জটিল হতে পারে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD