চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৪১ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

সাত বছর পর চীন সফরে গিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
রবিবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত এ বৈঠকে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বার্তা দিয়েছেন দুই নেতা। মোদি বলেন, “আমরা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আরও পড়ুন: রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন
২০২০ সালে হিমালয় সীমান্তে সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক থমকে যায়। তবে সাম্প্রতিক সমঝোতার ফলে অচলাবস্থা কাটতে শুরু করেছে। মোদি বৈঠকে আরও জানান, বন্ধ থাকা ভারত-চীন সরাসরি ফ্লাইট শিগগির চালু হবে।
বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের শুল্ক আরোপের পর পশ্চিমা চাপ মোকাবিলায় বিকল্প অবস্থান খুঁজছে নয়াদিল্লি ও বেইজিং। এরই মধ্যে চীন ভারতীয় তীর্থযাত্রীদের তিব্বতের বৌদ্ধ তীর্থস্থানে প্রবেশাধিকার দিয়েছে এবং উভয় দেশ পর্যটক ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৪ বিদেশির প্রবেশে নিষেধাজ্ঞা
চলতি মাসে ভারতে সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বিরল খনিজ ও সার রপ্তানিতে নিয়ন্ত্রণ শিথিলের ঘোষণা দেন। গবেষকরা বলছেন, ভারত ও চীন সম্পর্কের নতুন ভারসাম্য খুঁজে বের করার পথে রয়েছে, যা দীর্ঘ ও জটিল হতে পারে।
আরএক্স/