Logo

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৪ বিদেশির প্রবেশে নিষেধাজ্ঞা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০৪:৩৯
125Shares
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৪ বিদেশির প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) প্রবেশে বাধা দেওয়া হয়েছে ১০৪ জন বিদেশিকে।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) প্রবেশে বাধা দেওয়া হয়েছে ১০৪ জন বিদেশিকে। দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) জানিয়েছে, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শুক্রবার (২৯ আগস্ট) বিমানবন্দরে কড়াকড়ি পরিদর্শন ও স্ক্রিনিং প্রক্রিয়ার সময় এই যাত্রীদের শনাক্ত করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একেপিএস’র বিবৃতিতে বলা হয়, যাত্রীদের বড় একটি অংশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে এসেছিলেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা উল্লেখ করা হয়নি।

শনিবার (৩০ আগস্ট) স্থানীয় দৈনিক সিনার হারিয়ান জানায়, নিষিদ্ধ হওয়া যাত্রীদের অনেকেই মালয়েশিয়ায় আসার সঠিক কারণ দেখাতে পারেননি। কারো বৈধ রিটার্ন টিকিট ছিল না, কারো থাকার উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত ছিল না। এমনকি অনেকের বক্তব্য সন্দেহজনক হওয়ায় প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে একেপিএস জানায়, এর আগে প্রবেশে বাধাপ্রাপ্ত আরও ২৮৮ জন যাত্রী এখনো কেএলআইএতে অবস্থান করছেন। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংস্থাটি জানায়, মালয়েশিয়ার প্রবেশপথের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে এবং কেবল নিয়ম মেনে চলা যাত্রীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হবে।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD