বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’: সাংবাদিক মেহরুন্নিসা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:১৩ পিএম, ৩১শে আগস্ট ২০২৫


বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’: সাংবাদিক মেহরুন্নিসা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যার মধ্যে সরাসরি প্রতিবেদন করতে গিয়ে আলোচনায় এসেছেন এক নারী সাংবাদিক মেহরুন্নিসা।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি দুলতে থাকা নৌকার ওপর দাঁড়িয়ে পরিস্থিতি বর্ণনা করছিলেন। শুরুতে গম্ভীর ভঙ্গিতে বললেও কিছুক্ষণ পর ভয় পেয়ে উচ্চস্বরে বলে ওঠেন- “ভয় লাগছে, আমাদের ব্যালান্স হচ্ছে না। আপনারা আমাদের জন্য দোয়া করুন, গাইজ।”


আরও পড়ুন: চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত: মোদি


ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই ভেবেছিলেন, তিনি বিবিসি উর্দুর প্রতিবেদক। কারণ, তার হাতে থাকা মাইক্রোফোনে ‘বিবিসি উর্দু’ লেখা ছিল। কিন্তু পরে জানা যায়, তিনি আসলে লাহোরভিত্তিক একটি ছোট প্রতিষ্ঠান ‘ভাই ভাই চ্যানেল’-এর হয়ে কাজ করছেন।


এ বিষয়ে বিবিসি উর্দু এক বিবৃতিতে জানায়, পাকিস্তানে কিছু ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান বেআইনিভাবে তাদের নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই এবং কাউকেই তাদের নাম ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।


আরও পড়ুন: উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন


দর্শকদের প্রতি সতর্কবার্তা দিয়ে সংস্থাটি জানায়, বিবিসির নামে কোনো কনটেন্ট দেখলে তা সরকারি প্ল্যাটফর্মে যাচাই করার অনুরোধ করা হচ্ছে।


অন্যদিকে মেহরুন্নিসা দাবি করেন, তারা কারও নাম নকল করেননি। তার ভাষায়, “ওদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।”


আরও পড়ুন: রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন


বিবিসির কপিরাইট অভিযোগের পর মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।


এ বিষয়ে তিনি জিও নিউজকে বলেন, “আমাদের কষ্টার্জিত প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বড় কোনো প্রতিদ্বন্দ্বী নই, ছোট একটি চ্যানেল। বিবিসিকে অনুরোধ করছি আমাদের অ্যাকাউন্ট ফিরিয়ে দিতে।”


এএস