মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৪ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

সাত বছর আগে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি মো. রুবেলের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মশিয়ার রহমান এই রায় দেন। দণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আরও পড়ুন: দুদক কর্মকর্তা শরীফের চাকরি নিয়ে ফের শঙ্কা
রায় আরও উল্লেখ করা হয়, আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রয় করে ঢাকার জেলা প্রশাসককে ক্ষতিগ্রস্থ ভিকটিমকে দেওয়া নির্দেশ দেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় ভাড়া বাসায় ভিকটিম ও আসামি মো. রুবেল ঘুমাচ্ছিলেন। এসময় রাত সাড়ে ৩ টায় আসামি রুবেল ভিকটিম ঘুম থেকে তুলে জোর পূর্বক ধর্ষণ করেন। ঘটনার প্রায় ২ বছর আগে থেকেই বিভিন্ন সময় আসামি রুবেল কাজের কথা বলে ভিকটিম রুবিনাকে তার বাসায় নিয়ে যেত এবং বিভিন্ন সময় তাকে জোর পূর্বক ধর্ষণ করেন। আসামির ধর্ষণের ফলে ভিকটিম গর্ভবতী হয়ে যায়।
আরও পড়ুন: কারাগারে তৌহিদ আফ্রিদি, জামিন নাকচ
এ ঘটনায় ২০২৮ সালের ২১ অক্টোবর ভিকটিমের নানী বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালে ৩১ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক এস এম মেহেদী হাসান আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকালে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।
আরএক্স/