শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৫ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫

শ্রীনগরে রেললাইন আন্ডারপাস থেকে অজ্ঞাত এক নারীর কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় রেল লাইনের আন্ডারপাসের ওপর থেকে লাশটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আনুমানিক ৪০/৪৫ বয়সী এক নারীর কাটা লাশ উদ্ধারের পর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধারনা করা হচ্ছে ট্রেনে কাটা পরে ওই নারীর মৃত্যু হয়েছে।
মাওয়া রেলওয়ে স্টেশন পুলিশ ইনচার্জ মো. এমদাদুল হক জানান, লাশ শনাক্তের চেষ্টা চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এসডি/