শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫০ পিএম, ৩১শে আগস্ট ২০২৫

মাদারীপুর জেলার শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল হক মুন্সী(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ আগষ্ট) সকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মোতাহার মুন্সীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। এবং এলাকার বিভিন্ন বাড়ির নারকেল গাছ পরিস্কার করেন এবং নারকেল পেড়ে দেন।
আরও পড়ুন: শিবচরে ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
জানা গেছে, রাববিার সকালে বাড়ির পাশের এক নারকেল গাছে উঠেন আব্দুল হক মুন্সী। গাছ পরিস্কারের সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। তবে ঢাকা পৌছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
প্রতিবেশী রিপন মাতুব্বর নামের এক ব্যক্তি বলেন,‘আব্দুল হক মুন্সী সাধারণত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে টাকার বিনিময়ে এলাকার নারকেল গাছ ঝুড়ে (ডালপালা কেটে পরিস্কার) দেন এবং নারকেল পেড়ে দেন। সকালে বাড়ির পাশে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইমামের মৃত্যু
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন,‘এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এসডি/