গাজীপুরে হাসপাতালে চার মাস ধরে অজ্ঞাত এক বৃদ্ধের অবস্থান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:১৫ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত চার মাস ধরে চিকিৎসাধীন রয়েছেন এক অজ্ঞাত বৃদ্ধ। তিনি মেডিসিন বিভাগের পুরুষ ওয়ার্ডের ১১ তলা, লিফটের ১০ নম্বর ইউনিট, ৩ নম্বর ইউনিটের শেষ সিটে ভর্তি রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ৭০ বছর বয়সী ওই ব্যক্তি নিজেই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন। তবে নিজের নাম-পরিচয় কিংবা ঠিকানা প্রকাশ করছেন না। ফলে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সাত দলের বৈঠক আজ
হাসপাতালের স্টাফরা জানান, চার মাস ধরে ওই বৃদ্ধকে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ কর্মচারী ও অন্যান্য রোগীর স্বজনরাই দেখাশোনা করছেন। তার কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি শিক্ষিত। ধারণা করা হচ্ছে, হয়তো পরিবারের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি থেকে চলে এসেছেন এবং আর ফেরেননি।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৃদ্ধের পরিবারের সন্ধান পাওয়া গেলে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা সম্ভব হবে। এ বিষয়ে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু, পৃথক ঘটনায় মিলল আরও দুই লাশ

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

বাংলাদেশে এই পোলারা জন্মালো কীভাবে যাদের পাকিস্তানি মনোভাব: কাদের সিদ্দিকী
