গাজায় অনাহারে ৩৪৮ জনের মৃত্যু, নিহত ৬৩৫০০ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:১৫ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ৫০০ ছাড়িয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নতুন করে আরও ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে ছয়জনই ত্রাণের জন্য অপেক্ষমান ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনাহারে মারা গেছেন ৩৪৮ জন। শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের হামলায় একজন অন্তঃসত্ত্বা নারীও নিহত হয়েছেন।
আরও পড়ুন: ট্রাম্পের দাবি: মার্কিন পণ্যে শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছিল ভারত
গাজা শহরে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রার কারণে প্রায় ১০ লাখ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। নিরাপদ স্থান না থাকায় তারা পালাতে পারছে না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজায় সংঘাত চলছেই। দুই বছরের সংঘাতে ৬৩,৫৫৭ জন নিহত ও ১,৬০,৬৬০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: ভারতের ওপর শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
এদিকে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে অধিকৃত অঞ্চল থেকে পণ্য আমদানি বন্ধ এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি লেনদেনের পুনর্মূল্যায়ন।
প্রেভো বলেন, গাজায় মানবিক বিপর্যয়ের আলোকেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরএক্স/