চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৯ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
আরও পড়ুন: কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘সদর হাসপাতালের অপরিষ্কার পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। অনেক সময় রোগীরা দুর্গন্ধে হাসপাতালে ঢুকতেও পারেন না। একটি হাসপাতাল যেখানে মানুষ সুস্থ হতে আসে, সেখানে অসুস্থ হয়ে বের হওয়া অত্যন্ত দুঃখজনক। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি নিজেদের উদ্যোগে হাসপাতাল পরিষ্কার করব। এখানে পরিচ্ছন্নতাকর্মীর অভাব আছে জেনে আমি আজ থেকেই তিনজন কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছি। তাদের বেতন-ভাতা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বহন করবেন।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার ও ড্যাবের সভাপতি ডা. হাসানুজ্জামান নুপুর।
দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু প্রমুখ।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু, পৃথক ঘটনায় মিলল আরও দুই লাশ

গাজীপুরে হাসপাতালে চার মাস ধরে অজ্ঞাত এক বৃদ্ধের অবস্থান

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
