আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, আতঙ্কে মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:৪১ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১২টা ২৯ মিনিটে নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুদিন আগে রোববার রাতে আঘাত হানা ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারান। নতুন ভূমিকম্পটি সেই ক্ষতিগ্রস্ত এলাকাতেই বেশি অনুভূত হয়েছে। যদিও সর্বশেষ কম্পনে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাণিজ্য ও কূটনীতিতে এগোচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং কেন্দ্র ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে।
কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান জানিয়েছেন, নিয়মিত আফটারশক হওয়ার কারণে মানুষ আতঙ্কে রয়েছে। আগের বড় ভূমিকম্পে বহু গ্রাম সম্পূর্ণ ধসে গেছে এবং ৫ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। উদ্ধারকাজ এখনো চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: গাজায় অনাহারে ৩৪৮ জনের মৃত্যু, নিহত ৬৩৫০০ ছাড়াল
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে জানিয়েছেন, দুর্গত এলাকায় ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার কারণে উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
আফগানিস্তানে ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা এলাকায়, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল। এর আগে আকস্মিক বন্যায় নানগারহার ও কুনারে অন্তত পাঁচজন নিহত হয়েছিলেন এবং শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এএস