আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, আতঙ্কে মানুষ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪১ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, আতঙ্কে মানুষ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১২টা ২৯ মিনিটে নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ২।


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুদিন আগে রোববার রাতে আঘাত হানা ছয় মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারান। নতুন ভূমিকম্পটি সেই ক্ষতিগ্রস্ত এলাকাতেই বেশি অনুভূত হয়েছে। যদিও সর্বশেষ কম্পনে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আরও পড়ুন: বাণিজ্য ও কূটনীতিতে এগোচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং কেন্দ্র ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বে।


কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান জানিয়েছেন, নিয়মিত আফটারশক হওয়ার কারণে মানুষ আতঙ্কে রয়েছে। আগের বড় ভূমিকম্পে বহু গ্রাম সম্পূর্ণ ধসে গেছে এবং ৫ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। উদ্ধারকাজ এখনো চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আরও পড়ুন: গাজায় অনাহারে ৩৪৮ জনের মৃত্যু, নিহত ৬৩৫০০ ছাড়াল


জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক ইন্দ্রিকা রাটওয়াটে জানিয়েছেন, দুর্গত এলাকায় ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার কারণে উদ্ধারকর্মীদের সেখানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে সহায়তা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।


আফগানিস্তানে ভূমিকম্প প্রায়ই ঘটে থাকে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা এলাকায়, যেখানে ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল। এর আগে আকস্মিক বন্যায় নানগারহার ও কুনারে অন্তত পাঁচজন নিহত হয়েছিলেন এবং শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল।


এএস