নির্বাচনে বিদেশি প্রভাব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৮ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


নির্বাচনে বিদেশি প্রভাব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের সবার অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচন। তবে এই নির্বাচনে যেন কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপের সুযোগ না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাতটি দল ও সংগঠনের নেতাদের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।


আরও পড়ুন: প্রতি বছর বিদেশে চাকরি পাচ্ছেন অন্তত ১০ লাখ বাংলাদেশি: আসিফ নজরুল


প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে আনন্দঘন ও অংশগ্রহণমূলক। যারা আগে ভোট দেওয়ার সুযোগ পাননি, তারা যেন ভালো অভিজ্ঞতা পান। আবার যারা অতীতে ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে হতাশ হয়েছেন, তারাও যেন ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করেন।


তিনি আরও জানান, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলের কাছে মতামতও চাওয়া হয়েছে।


আরও পড়ুন: নূরের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার


ড. ইউনূস বলেন, “যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা নানা উপায়ে বাধা দেওয়ার চেষ্টা করবে। বিভ্রান্তি ছড়াবে, সংঘাত তৈরি করবে। কিন্তু আমাদের লক্ষ্য হলো নির্বাচন সম্পন্ন করা এবং তা অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব।”


তিনি আরও উল্লেখ করেন, এবারের নির্বাচন শুধু অন্তর্বর্তী সরকারের নয়, বরং দেশের সব মানুষের এবং সব রাজনৈতিক দলের নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে উঠবে। এজন্য তিনি সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


আরও পড়ুন: সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা: ফরিদা আখতার


প্রধান উপদেষ্টা আরও বলেন, “দুর্গাপূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কিছু মহল গণ্ডগোল সৃষ্টি করতে চাইবে, তবে সবাইকে সতর্ক থাকতে হবে।”


এএস