প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় সাত রাজনৈতিক দল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৪৩ পিএম, ২রা সেপ্টেম্বর ২০২৫


প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় সাত রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ সাতটি রাজনৈতিক দলের নেতারা।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরও পড়ুন: জুলাই হত্যার বিচার দ্রুত করতে নতুন ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত


জানা গেছে, বৈঠকে অংশ নিচ্ছে- এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।


প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই ধারাবাহিক সংলাপকে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে সাত দলের বৈঠক আজ


এর আগে, গত ৩১ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন ড. ইউনূস।


এএস