শাটল ট্রেনে যুবক-স্কুলছাত্রীর ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৭:৪৮ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


শাটল ট্রেনে যুবক-স্কুলছাত্রীর ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে এক যুবকের সঙ্গে এক স্কুলছাত্রীর ঘনিষ্ঠ হওয়ার ঘটনা ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বটতলী রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ দৃশ্য ধরা পড়ে। 


আরও পড়ুন: ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই: কাদের


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তারা ট্রেনে উঠে পাশাপাশি বসে পড়ে এবং পরে দরজার পাশে গিয়ে অন্তরঙ্গ আচরণ করেন। এ সময় মেয়েটির পরনে ছিল স্কুলের ইউনিফর্ম।


অন্যদিকে যুবকটি মধ্যবয়সী, তবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে নিশ্চিত হওয়া গেছে। ফতেয়াবাদ স্টেশনে পৌঁছানোর পর তারা ট্রেন থেকে নেমে যান।


আরও পড়ুন: মেইনগেট থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


ঘটনা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলী বলেন, “শাটলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় শিক্ষার্থীদেরও সচেতন হতে হবে।”


অন্যদিকে ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাশেম জানান, “শাটলের নিরাপত্তার জন্য আমাদের টিম কাজ করে। এ ধরনের বিষয়ে কেউ আমাদের খবর দিলে আমরা দ্রুত ব্যবস্থা নিতাম।”


এএস