ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই: কাদের
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৭:২১ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের নেতা আবদুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, “আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।”
আরও পড়ুন: মেইনগেট থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ স্ট্যাটাস দেন তিনি।
পোস্টে কাদের দাবি করেন, রাজাকার ইস্যুতে বক্তব্য দেওয়ার পর থেকেই তিনি ক্রমাগত হুমকি ও মানসিক চাপের মধ্যে আছেন। তার ভাষায়, “রাজাকার নিয়ে কথা বলার পর থেকে প্রতিনিয়ত চাপ বাড়ছে, আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকে।”
আরও পড়ুন: ডাকসু নির্বাচন নিয়ে নতুন কোনো রিট শুনবেন না হাইকোর্ট
তিনি অভিযোগ করেন, শুধু অনলাইনে অপপ্রচার নয়, তার পরিবারকেও হেনস্তা করা হচ্ছে। বিশেষ করে তার মাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হচ্ছে বলে পোস্টে উল্লেখ করেন।
আবদুল কাদের লেখেন, “১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রচার করা হচ্ছে। পুরো বক্তব্য দিলে মানুষ আসল বিষয়টা বুঝতে পারত। এখনো পাঁচ দিন বাকি আছে, এর মধ্যে আরও কী হতে পারে ভাবতেই আতঙ্কিত হয়ে পড়ছি।”
আরও পড়ুন: ছাত্রীদের যৌনকর্মী বলা সেই ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার
তার এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
এএস