মেইনগেট থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৭:১৫ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


মেইনগেট থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরাতে জবি শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ছবি: সংগৃহীত

সৃজন সাহা, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসসংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


আরও পড়ুনঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন শিক্ষক


শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসের সামনে গড়ে ওঠা বাসস্ট্যান্ডের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে শুধু শিক্ষার্থীদের চলাচলই নয়, সামগ্রিক শিক্ষা পরিবেশও ব্যাহত হচ্ছে।


মানববন্ধনে মার্কেটিং বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান বলেন, “আমরা জবি শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছি। এর আগেও একাধিকবার সময় বেঁধে দিলেও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নেই। এমনকি সম্প্রতি এক শিক্ষার্থী আহত হওয়ার পর ক্ষতিপূরণ আদায় করতে গেলে আমাদের চাঁদাবাজ ট্যাগ দেয়া হচ্ছে। তাহলে কি আমরা শিক্ষার্থীর ন্যায্য অধিকার আদায়ের দাবি করতে পারব না?”


আরও পড়ুন: বুলিংয়ের শিকার হচ্ছেন শিবির সমর্থিত নারী প্রার্থীরা: সিবগাতুল্লাহ


তিনি আরও বলেন, “প্রতিদিন আমাদের এই বাসস্ট্যান্ডের কারণে নানা সমস্যার মুখে পড়তে হয়। ছাত্র, ছাত্রী, এমনকি শিক্ষক সমিতিও সময়সীমা বেঁধে দিয়েছিল—তারপরও এখনো বাসস্ট্যান্ড সরানো হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত এটি সরানো অত্যন্ত জরুরি।”


উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে জবির মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী বাসচাপায় আহত হন। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজমেরী গ্লোরি ও তানজিল পরিবহনের বাস আটক করে।


আরএক্স/