অটোচালকের চোখ উপড়ে রগ কেটে দিল মাদক কারবারিরা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩০ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫


অটোচালকের চোখ উপড়ে রগ কেটে দিল মাদক কারবারিরা
ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা রমজান মোল্লা (৩০) নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে দুই চোখ উপরে ফেলা ও হাত-পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় এলাকার চিহ্নিত মাদক কারবারি সুমন শিকদারের তিনটি বসতঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।  


আজশনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব নাওডোবা ইউনিয়নের রুপবাবুর হাট সংলগ্ন মহর আলী সিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।  


মাদক কারবারি সুমন শিকদার (২৫) জাজিরা মহর আলী সিকদার কান্দি গ্রামের অলিম উদ্দিন শিকদারের ছেলে। 


এ ঘটনায় জাজিরা উপজেলার মোনাইচর কান্দি গ্রামের জয়নাল মোড়লের ছেলে মাদক কারবারি শাহজাহান সম্রাটকে (৩৩) আটক করেছে পুলিশ।


জাজিরা উপজেলার টিএনটি মোড় এলাকায় আহত রমজানের শ্বশুর বাড়ি। তিনি টিএনটি মোড় এলাকায় থাকেন এবং পেশায় অটোরিকশা চালক। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলা। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাজাহান সম্রাট ও সুমন শিকদার এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছে। আজ দুপুরে শাজাহান সম্রাট ও সুমন শিকদার এবং তাদের সহযোগীরা রমজানকে কৌশলে ডেকে নিয়ে যায়। 


আরও পড়ুনভারত-বাংলাদেশ সীমান্তে হৃদয়স্পর্শী মুহূর্ত: পচি খাতুনের শেষ ইচ্ছা পূরণ


পরে রূপবাবুর হাট সংলগ্ন মহর আলী সিকদার কান্দি গ্রামের বাছের মেম্বারের বাড়ির পিছনে বাঁশ বাগানে নিয়ে তাকে অমানবিকভাবে নির্যাতন করে। তারা রমজানের দুই চোখ উপড়ে ফেলে এবং হাত-পায়ের রগ কেটে দেয়। এসময় তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে মাদক কারবারি হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া করে শাজাহান সম্রাটকে আটক করে বেঁধে রাখে। তবে সুমন শিকদারসহ বাকিরা পালিয়ে যায়।


এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সুমন শিকদারের বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি শান্ত করে। ততক্ষণে মাদক কারবারি সুমনের দুটি ঘর, একটি দোকান ও একটি গ্যারেজ পুড়ে ছাই হয়ে গেছে। 


গুরুতর আহত অবস্থায় রমজানকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। পরে শাজাহান সম্রাটকে আটক করে পুলিশ। 


প্রাথমিকভাবে জানা গেছে, শাজাহান সম্রাট ও সুমনের মাদক সংক্রান্ত বিভিন্ন তথ্য গোপনে ডিবি পুলিশকে সরবরাহ করতেন রমজান মোল্লা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাদক কারবারি শাজাহান সম্রাট ও সুমন পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে চোখ উপরে ফেলে এবং হাত-পায়ের রগ কেটে দেয়। 


পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ পারভেজ সেলিম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজন সহযোগীকে আটক করা হয়েছে। মূল অভিযুক্ত সুমন শিকদারসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।