চন্দ্রগ্রহণের সময় মুসলমানদের করণীয়, ইসলাম যা বলে
ইসলাম ডেস্ক
প্রকাশ: ০৮:৪৩ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

আবারও আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’। আগামীকাল (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে চলতি বছরের চন্দ্রগ্রহণ। এই দিন পূর্ণচন্দ্রগ্রহণ হবে। আবারও আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’। এই দিন রাতের আকাশে লালচে রূপে ঝলমল করবে চাঁদ। বিরল এই পূর্ণ চন্দ্রগ্রহণ চলবে ৮২ মিনিটব্যাপী এই চন্দ্রগ্রহণ চলবে মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট।
যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম গ্রহণ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত।
বিজ্ঞানের ভাষায়, চন্দ্রগ্রহণ ঘটে তখনই, যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এসে দাঁড়ায় এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলে।
আরও পড়ুন: যথাযথ মর্যাদায় মশুরীখোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
পবিত্র কুরআনের দৃষ্টিতে
.আল্লাহ তায়ালা সূর্য-চন্দ্রকে তাঁর মহাশক্তির নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন।
.সুরা ইউনুস (আয়াত ৫): তিনিই সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন স্নিগ্ধ আলোয় আলোকিত।
.সুরা কিয়ামাহ (আয়াত ৭-৯): যখন দৃষ্টি বিস্ময়ে স্তব্ধ হয়ে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে এবং সূর্য-চন্দ্র একত্রিত হবে।
হাদিসে রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশনা
রাসুল (সা.) বলেছেন, সূর্য ও চাঁদ আল্লাহর নিদর্শন। কারও মৃত্যু বা জন্মের কারণে এদের গ্রহণ হয় না। যখন তোমরা গ্রহণ দেখবে, তখন দোয়া করো, আল্লাহর মহিমা ঘোষণা করো, তাকবির বলো, নামাজ আদায় করো এবং সদকা দাও। (বুখারি : ১০৪০, আবু দাউদ : ১১৭৭)
আরও পড়ুন: পবিত্র জুমার দিনের বিশেষ আমল ও ফজিলত
চন্দ্রগ্রহণের নামাজ (সালাতুল খুসুফ)
সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের নামাজও হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামের পরিভাষায় এটিকে ‘সালাতুল খুসুফ’ বলা হয়। নবীজি (সা.) এ নামাজ আদায় করেছেন। ‘তাই সালাতুল খুসুফ’ আদায় করা সুন্নাত। (বোখারি : ৯৮৩)
. এ নামাজ আদায় করা সুন্নাত। (বুখারি : ৯৮৩)
. একাকী পড়া উত্তম; মসজিদে জামাতে পড়া সুন্নাত নয়।
. দুই রাকাত নফল নামাজ পড়তে হবে, ফজরের নামাজের মতো।
. ইচ্ছা করলে চার রাকাত বা তারও বেশি পড়া যায়, তবে দুই বা চার রাকাত পরপর সালাম দিতে হবে।
আরও পড়ুন: নিয়মিত ফজর নামাজ আদায় করতে ৬টি কৌশল মেনে চলুন
. আজান ও একামতের প্রয়োজন নেই।
. নামাজ শেষে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত দোয়া, জিকির ও মোনাজাতে সময় কাটানো উত্তম।
সারসংক্ষেপ, চন্দ্রগ্রহণ কোনো অশুভ লক্ষণ নয়, বরং আল্লাহর নিদর্শন। এ সময় নামাজ, দোয়া, জিকির ও সদকার প্রতি গুরুত্ব দিতে হবে। মুসলমানরা যেন ভীতি নয়, বরং আল্লাহর প্রতি খোদাভীতি ও আত্মসমর্পণের মনোভাব নিয়ে সময় কাটান।
এমএল/