সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৮ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

চেক জালিয়াতি মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) ড. শামসুদ্দোহা খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজস্ব রিসোর্ট ‘ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক’ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারের পর শামসুদ্দোহাকে আদালতে হাজির করা হয়েছে।
আরও পড়ুন: নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
দীর্ঘ কর্মজীবনে শামসুদ্দোহা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সমালোচিত ছিলেন। বিশেষ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সময় নদী খনন প্রকল্প ও টেন্ডারের কমিশন বাণিজ্যের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একইসঙ্গে নদী দখল করে গড়ে ওঠা শিল্পকারখানার মালিকদের কাছ থেকেও তিনি বিপুল অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ রয়েছে।
এই অবৈধ অর্থ দিয়ে নবাবগঞ্জে শত বিঘা জমির ওপর গড়ে তোলেন খামারবাড়ি, যেখানে কয়েক শ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্টের অনুরোধে দুদকের চিঠি
দুর্নীতি দমন কমিশন (দুদক) শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে। চার্জশিটে তাদের বিরুদ্ধে ৬৬ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, শামসুদ্দোহা বিভিন্ন ব্যাংকে ২১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করে উৎস গোপনের চেষ্টা করেছেন। এছাড়া তিনি সম্পদ বিবরণীতে প্রায় ৮ কোটি টাকার তথ্য গোপন করেন এবং অনুসন্ধানে আরও প্রায় ৩ কোটি টাকার জ্ঞাতআয়বহির্ভূত সম্পদের প্রমাণ মেলে।
আরও পড়ুন: রাজউকের রাজস্ব আয় তলানিতে
তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধেও প্রায় ৫৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
এএস