নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫২ এএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।


আরও পড়ুন: শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্টের অনুরোধে দুদকের চিঠি


এর আগে শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালায়। এসময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় একজন নিহত হন এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।


ঘটনার পর পুলিশকে লক্ষ্য করে হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার বাদী গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা।


আরও পড়ুন: রাজউকের রাজস্ব আয় তলানিতে


ওসি রাকিবুল ইসলাম জানান, ওই ঘটনায় পুলিশের অন্তত ১০ থেকে ১২ জন সদস্য আহত হন এবং দুইটি গাড়ি ভাঙচুর করা হয়। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, বিক্ষুব্ধ জনতা দরবারে হামলা চালানোর সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপরও আক্রমণ হয়।


আরও পড়ুন: ডিপিডিসির প্রকৌশলী ইলিয়াস কালো টাকার মালিক


ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কৌতূহলী জনতা ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন।


এএস