রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ করা হোক: তসলিমা নাসরিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রমজান মাস চলছে। আর এই রমজান মাসের মধ্যেই নমাজ পড়া নিয়ে বিতর্কিত টুইট করলেন বাংলাদেশ থেকে বিতাড়িত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। রাস্তায় বসে নামাজ পড়ার বিরোধিতা করে এবার তুমুল বিতর্কের সৃষ্টি করলেন লেখিকা তসলিমা নাসরিন। তসলিমার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ইতিমধ্যেই তুমুল শোরগোল শুরু হয়ে গেছে নেটপাড়ায়।
নেটিজেনদের একাংশ তো ক্ষেপে লাল লেখিকার উপর। অন্যদিকে তসলিমার সঙ্গে সহমত পোষণও করেছেন অনেকে।
তসলিমা টুইটারে লিখলেন, ‘নামাজ পড়ার অধিকার নিয়ে আমি মুসলিমদের সমর্থন করি। যদিও আমি মনে করি নামাজ পড়ার সবচেয়ে সঠিক স্থান, নিজের বাড়ি। তবে যখন তাঁরা রাস্তা আটকে এবং সমস্যার সৃষ্টি করে নামাজ পড়েন সেটাকে আমি একদমই সমর্থন করি না। গোটা বিশ্বে রাস্তা আটকে নামাজ পড়া বন্ধ করা হোক।’
নানা সময়ে, নানা বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তসলিমাকে। এর আগে বাংলাদেশে বোরখা নিষিদ্ধ করা নিয়ে মুখ খুলে ছিলেন লেখিকা। কাশ্মীর ফাইলসের মতো বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়িত করা নিয়ে সিনেমা তৈরি করার আবেদন ও করেছিলেন তসলিমা।
একদিক যখন গোটা দেশে মসজিদের লাউডস্পিকার নিয়ে বিতর্ক দানা বাঁধছে। ঠিক সেই সময়ই রাস্তায় বসে নামাজ পড়ার বিরোধিতা করে বিতর্ককে উসকে দিল তসলিমা নাসরিন।
এসএ/