ভারতে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে অভিযানে কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:১০ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


ভারতে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে অভিযানে কয়েকজন বাংলাদেশি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন।


উত্তরাখণ্ড পুলিশ জানিয়েছে, এই ভুয়া ‘বাবা’রা মানুষের সঙ্গে প্রতারণা ও ধর্মান্তরে জড়িত ছিল। অভিযানের নামে ৫ হাজার ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে ১ হাজার ১৮২ জনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরও পড়ুন: তাজমহলের দেয়াল ছুঁলো যমুনার পানি


গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক সেলাকুই এলাকায় ‘অমিত কুমার’ নামে ভুয়া পরিচয়ে আট বছর ধরে ‘বাঙালি ডাক্তার’ পরিচয়ে বসবাস করছিলেন। অন্যজন, ইফরাজ আহমেদ লোলু, নিজেকে ‘রাজ আহুজা’ পরিচয়ে ধনী ব্যক্তি ভেবে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছিলেন।


আরও পড়ুন: চন্দ্রগ্রহণের লাল চাঁদের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?


অভিযানের মূল লক্ষ্য হলো ‘দেবভূমি’র পবিত্র ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা। অভিযান হরিদ্বার, দেরাদুন, টেহরি, পাউরি, আলমোড়া, নৈনিতালসহ অন্যান্য জেলায় চালানো হচ্ছে।


আরএক্স/