এশিয়া ও মধ্যপ্রাচ্যে বড় ধরনের ইন্টারনেট বিপর্যয়


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:৪০ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


এশিয়া ও মধ্যপ্রাচ্যে বড় ধরনের ইন্টারনেট বিপর্যয়
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে সাবমেরিন ক্যাবল কেটে যাওয়ার ঘটনায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইন্টারনেট সেবায় ব্যাঘাত ঘটেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, ভারত ও পাকিস্তানসহ কিছু দেশে ইন্টারনেট সেবায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ইতিসালাত এবং ডু নেটওয়ার্কেও একই ধরনের সমস্যা লক্ষ্য করা গেছে। 


নেটব্লকস বলছে, জেদ্দার (সৌদি আরব) নিকটবর্তী এলাকায় ক্যাবল সিস্টেমে ত্রুটি ধরা পড়েছে। তবে কিভাবে বা কার কারণে এ ক্ষতি হলো, তা এখনো স্পষ্ট নয়।


আরও পড়ুন: টেলিফটো ক্যামেরা ও শক্তিশালী পারফরম্যান্সের সাথে আলোচনায় ভিভো ভি৬০


মাইক্রোসফট শনিবার জানিয়েছিল, তাদের ক্লাউড সেবা আজুর ব্যবহারকারীরা ধীরগতির সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ লোহিত সাগরের নিচে থাকা একাধিক ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে, বিকল্প নেটওয়ার্ক রুটে ট্র্যাফিক সরিয়ে নেওয়ায় সম্পূর্ণ সেবা বন্ধ হয়নি।


মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, “আমরা আশা করছি মধ্যপ্রাচ্যের রুট হয়ে যাওয়া কিছু ট্র্যাফিকে লেটেন্সি বা বিলম্ব বাড়বে। তবে অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীদের ওপর এর প্রভাব পড়বে না।”


আরও পড়ুন: সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত: আজুর সেবায় ত্রুটি ঘটতে পারে


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্লাউড সেবা প্রদানকারী আজুর, অ্যামাজনের এডব্লিউএস-এর পরেই অবস্থান করছে। ফলে এই ব্যাঘাত বৈশ্বিক প্রযুক্তি খাতে নজর কাড়ছে। সূত্র: রয়টার্স।


এমএল/