ডাকসু নির্বাচনে অনিয়ম ধরা পড়ায় পোলিং অফিসার প্রত্যাহার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৩ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


ডাকসু নির্বাচনে অনিয়ম ধরা পড়ায় পোলিং অফিসার প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্জন হল কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন এ সিদ্ধান্ত নেন।


আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়


এর আগে সকালে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগেই পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগ ওঠে পোলিং অফিসার ও হলের কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা সরেজমিনে গিয়ে ঘটনাটি যাচাই করেন। অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গেই জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়।


পরে জিয়াউর রহমান বিষয়টি স্বীকার করে জানান, এটি একটি “অনিচ্ছাকৃত ভুল”।


আরও পড়ুন: আচরণবিধি ভাঙলেই ব্যবস্থা নেবে নির্বাচন কর্তৃপক্ষ: রিটার্নিং কর্মকর্তা


উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ২০ হাজার ৯১৫ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৫৯ জন নারী। মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন রয়েছেন।


এ ছাড়া সাহিত্য-সংস্কৃতি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, বিজ্ঞান-প্রযুক্তি সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও অনেকে। সদস্য পদে সবচেয়ে বেশি প্রার্থী, ১৩টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন শিক্ষার্থী।


এএস