ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কার্যালয়ে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:১০ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর সানেপায় অবস্থিত ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: উত্তাল নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি’র পদত্যাগ দাবি
এর আগে সোমবার নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ১৯ তরুণ নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের বাড়ি ও বিভিন্ন দলের কার্যালয়ে হামলা চালায়। এ সময় রাজধানীসহ একাধিক এলাকায় পাথর নিক্ষেপ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, ললিতপুরে দেশটির তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ভাঁসেপাটিতে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এছাড়া সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাসভবনেও হামলা চালানো হয়।
আরও পড়ুন: নেপালে তরুণদের ক্ষোভে কাঁপছে অলির মসনদ
বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস সভাপতি শেরবাহাদুর দেউবার বাড়িতে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। অন্যদিকে প্রধান বিরোধী দল সিপিএন (মাওইস্ট সেন্টার)-এর চেয়ারম্যান পুষ্পকমল দাহালের বাসভবনেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।
উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে প্রশাসন।
আরএক্স/