কখন ঘোষণা করা হবে ডাকসুর ফলাফল, জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৮ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


কখন ঘোষণা করা হবে ডাকসুর ফলাফল, জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ভোট গণনা বর্তমানে ওএমআর মেশিনের মাধ্যমে চলছে। সব কেন্দ্রে একইসঙ্গে স্বচ্ছভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। যদিও সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। কিছু কেন্দ্রে গণনা শেষের পথে, আবার কিছু জায়গায় দেরি হচ্ছে।


আরও পড়ুন: আগামীকাল বন্ধ থাকবে ঢাবির সকল ক্লাস-পরীক্ষা


গণনায় দেরির কারণ ব্যাখ্যা করে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, ডাকসুর ব্যালট পাঁচটি পাতায় হওয়ায় সেগুলো আলাদা করে মেশিনে প্রবেশ করাতে হচ্ছে। একটি বাক্স খোলার পর প্রথমেই ব্যালট আলাদা করার প্রক্রিয়ায় সময় বেশি লাগছে।


মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বর্তমানে আটটি কেন্দ্রে ভোট গণনা চলছে। তবে নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের প্রার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভও করেছেন।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনের ফল ঘিরে উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।


মোট ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন লড়াই করছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, নারী প্রার্থীদের বাধা


এ ছাড়া কমনরুম, সাহিত্য, সাংস্কৃতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য ও পরিবেশ, মানবাধিকার, ক্যারিয়ার উন্নয়নসহ অন্যান্য সম্পাদক ও সদস্য পদেও বহু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুধুমাত্র ১৩টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ২১৭ জন প্রার্থী।


এএস