ডাকসু নির্বাচন
অমর একুশে হলের ভিপি রবিউল, জিএস হাসিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৮ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এর অংশ হিসেবে অমর একুশে হলের ফলাফল প্রকাশ করেছে রিটার্নিং অফিস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঘোষিত ফলাফলে ভিপি পদে বিজয়ী হয়েছেন রবিউল ইসলাম এবং জিএস পদে জয়ী হয়েছেন হাসিব।
আরও পড়ুন: ডাকসুর ফলাফল ঘোষণায় যে কারণে বিলম্ব
ভিপি পদে রবিউল ইসলাম ৪৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজ পান ৩৭২ ভোট। অন্যদিকে, জিএস পদে হাসিব পেয়েছেন ৫৩৫ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম পেয়েছেন ৩৭১ ভোট।
ফল ঘোষণার পর অমর একুশে হলে নির্বাচনী উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে জানান, তারা আশা করছেন নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবে।
এএস